অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক


Indian Army soldiers take position during a gunbattle between security forces and Kashmiri rebels in Pampore, near Srinagar, Indian-controlled Kashmir, Feb. 22, 2016.
Indian Army soldiers take position during a gunbattle between security forces and Kashmiri rebels in Pampore, near Srinagar, Indian-controlled Kashmir, Feb. 22, 2016.

ভারতে ১৯৮০ সালের বোফর্স কেলেঙ্কারির পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কামান কেনার জন্যে পাঁচ হাজার কোটি মূল্যের চুক্তি স্বাক্ষর করছে ভারত। এরজন্যে মার্কিন প্রশাসন একটি লেটার অফ অ্যাকসেপট্যান্স পাঠায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রককে। তাতে অনুমোদন দিয়েও দিয়েছে ভারত সরকার। এরফলে ভারত – মার্কিন প্রশাসনের মধ্যে কামান কেনার জন্যে চুক্তি প্রক্রিয়া বাস্তবায়িত হওয়ার পথে আরও এক ধাপ এগোল বলেই মনে করা হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারত ১৪৫টি এম ৭৭৭ আল্ট্রা-লাইট হাউইত্জার কিনছে, এবং এই অস্ত্র মূলত ভারত-চিন সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা থাকবে।সূত্রের খবর, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তির বাস্তবায়নের জন্যে পাঁচ হাজার কোটি টাকার অনুমোদনও দিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রসঙ্গত বলা যেযে পারে দিল্লিতে সম্প্রতি শুরু হয়েছে ১৫তম ভারত-মার্কিন মিলিটারি কোওপারেশন সম্মেলন। সেখানেই দুদিনব্যাপী বৈঠকের পর এই চুক্তির বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত।ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের তরফে এয়ার মার্শাল এএস ভোঁসলে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডেভিড এইচ বার্গার, মার্কিন মেরিন কর্পোরেশন ফোর্সের কম্যান্ডার এবং লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:14 0:00

XS
SM
MD
LG