অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার পারমাণবিক ফোর্সেস আইএনএফ চুক্তি থেকে প্রত্যাহার করেছে


FILE - U.S. President Ronald Reagan and Soviet President Mikhail Gorbachev sign the Intermediate-range Nuclear Forces Treaty at the White House, Dec. 8 1987.
FILE - U.S. President Ronald Reagan and Soviet President Mikhail Gorbachev sign the Intermediate-range Nuclear Forces Treaty at the White House, Dec. 8 1987.

শুক্রবার যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার পারমাণবিক ফোর্সেস আইএনএফ চুক্তি থেকে প্রত্যাহার করেছে। রাশিয়া তাদের নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংশ করতে অস্বীকৃতি জানানর পর যুক্তরাষ্ট্র তাদের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। নেটো বলেছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওই চুক্তি লঙ্ঘন করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন “চুক্তি ভেঙে পড়ার জন্য রাশিয়াই পুরোপুরি দায়ী।”তিনি বলেন রাশিয়া পূর্ণ যাচাইযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংশ করেনি।নেটো এবং যুক্তরাষ্ট্র দুইই অভিযোগ করে বলেছে, রাশিয়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ওই চুক্তি লঙ্ঘন করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

XS
SM
MD
LG