অ্যাকসেসিবিলিটি লিংক

পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা বাড়ছে


ইরানের আধা-সরকারী সংবাদ মাধ্যম ফার্সের সূত্রে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ র‍্যেভুলিউশনারী গার্ড শুক্রবার জানিয়েছে, ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরে অবস্থিত যুদ্ধ জাহাজগুলোতে সহজেই আঘাত হানতে সক্ষম। র‍্যেভুলিউশনারী গার্ডের উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকোর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যে বেড়ে চলেছে তাকে লক্ষ্য করে ঐ মন্তব্য করেন।

ইরানের উপরে নিষেধাজ্ঞা বাড়ানোর পর ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষ থেকে কথিত পালটা হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ঐ অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করার জন্য অতিরিক্ত জাহাজ প্রেরণ করেছে।

বিশ্বে কৌশলগত দিক থেকে পারস্য উপসাগর জল পথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐ পথেই বিশ্বের এক তৃতীয়াংশ তেল সরবরাহ করা হয়।

XS
SM
MD
LG