অ্যাকসেসিবিলিটি লিংক

৩০ জুন “ইরান চুক্তি” হওয়ার সম্ভাবনা কম


Members of the United States delegation wait outside a room where a meeting between U.S. Secretary of State John Kerry and Iranian Foreign Minister Javad Zarif, is being held at the Palais Coburg hotel in Vienna, Austria, June 28, 2015.
Members of the United States delegation wait outside a room where a meeting between U.S. Secretary of State John Kerry and Iranian Foreign Minister Javad Zarif, is being held at the Palais Coburg hotel in Vienna, Austria, June 28, 2015.

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন ভিয়েনায় ইরানের পারমানবিক অস্ত্র বিষয়ে আলোচনায় সকল পক্ষই বলেছে তারা ৩০ জুন চুড়ান্ত সময় সীমার পরেও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

ওই কর্মকর্তা মন্তব্য করেন যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ইরানের প্রধান আলোচকবৃন্দ এবং ভিয়েনায় আলোচনায় সংশ্লিষ্ট বিশ্ব শক্তিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন।

কর্মকর্তা আরও বলেন যুক্তরাষ্ট্র কিছু মনে করেনি যখন ইরানী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ, পরামর্শের লক্ষ্যে অল্প সময়ের জন্য তেহেরানে ফিরে যান।

XS
SM
MD
LG