অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেণ্ট ওবামা হোয়াইট হাউসে স্বাগত জানালেন জাপানের প্রধানমন্ত্রী আবেকে


প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবেকে। ইনি যুক্তরাষ্ট্রে এসেছেন রাষ্ট্রীয় সফরে। দু নেতাই এ সফর উপলক্ষে বলেছেন- দুদেশের সম্পর্ক এখনকার মতো এমন মজবুত আগে আর কখনোই ছিলোনা।

মি,ওবামা বলেছেন- এক সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরস্পর বৈরি দু’ই শক্তি পরিনত হয়েছে অটুট বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ সত্যিকার দু’ই শরিক-দু’ই মিত্রে।বলেন- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আবার নতুন বিভঙ্গে গড়ে তুলেছে। বলেন- প্রধান মন্ত্রী আবে বিশ্ব মঞ্চে জাপানকে নতুনতর রুপে উপস্থাপন করছেন।

XS
SM
MD
LG