প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবেকে। ইনি যুক্তরাষ্ট্রে এসেছেন রাষ্ট্রীয় সফরে। দু নেতাই এ সফর উপলক্ষে বলেছেন- দুদেশের সম্পর্ক এখনকার মতো এমন মজবুত আগে আর কখনোই ছিলোনা।
মি,ওবামা বলেছেন- এক সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরস্পর বৈরি দু’ই শক্তি পরিনত হয়েছে অটুট বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ সত্যিকার দু’ই শরিক-দু’ই মিত্রে।বলেন- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আবার নতুন বিভঙ্গে গড়ে তুলেছে। বলেন- প্রধান মন্ত্রী আবে বিশ্ব মঞ্চে জাপানকে নতুনতর রুপে উপস্থাপন করছেন।