অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান ফ্রি ল্যান্স সাংবাদিক তুরস্কে আটক


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ খবরটি নিশ্চিত করেছে যে, একজন আমেরিকান ফ্রি ল্যান্স সাংবাদিককে প্রায় মাস খানেক আগে তুরস্কে আটক করা হয়।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি সংবাদদাতাদের বলেন যে, লিন্ডসে স্নেলকে তুরস্কের হাতায় প্রদেশের একটি কারাগারে আটক রাখা হয়েছে। সিরিয়ার সীমান্ত সংলগ্ন ইদলিব ও আলেপ্পো শহরের কাছে এই তুর্কি প্রদেশ অবস্থিত।

কারবি বলছেন যে, তুরস্কের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে স্নেল সিরিয়া থেকে তুরস্কে সীমান্ত পেরিয়ে চলে আসেন এবং তাঁর বিরুদ্ধে সামরিক অঞ্চল লংঘনের অভিযোগ রয়েছে। তিনি বলেন যে, তিনি জানেন না কেন ঐ ভদ্রমহিলা সিরিয়ায় গিয়েছিলেন।

৮ই অগাস্ট রাষ্ট্র পরিচালিত আনাদোলু বেতার সংস্থা হাতায়ের গভর্ণর এরকান টোপাকাকে উদ্ধৃত করে বলেন যে, অবৈধ ভাবে তুরস্কের সীমান্ত পেরিয়ে প্রবেশ করার সময়ে তাকে আটক করা হয় এবং আমরা জানিনা তিনি গুপ্তচর কী না?

তবে তার কয়েকদিন আগেই স্নেল ফেইসবুকে জানান যে, তাকে সিরিয়ায় জাবাত আল নুসরা গোষ্ঠি অপহরণ করে, ১০ দিন আটক থাকার পর তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

XS
SM
MD
LG