অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার সংবাদ সম্মেলনে কেরির কয়েক লক্ষ ডলার নতুন অনুদানের প্রতিশ্রতি


সোমবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কয়েক লক্ষ ডলার নতুন অনুদানের প্রতিশ্রুতি দেন।

দিনের শুরুতে মিঃ কেরি, ১৯৯৮ সালের নাইরোবির যুক্তরাষ্ট্র দূতাবাসে বোমা হামলায় যারা মারা গেছেন এবং সাম্প্রতিক হামলায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার তিনি অঙ্গীকার করেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সমর্থন অব্যাহত রাখবে।

মিঃ কেরি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। যেখানে বোমা বিস্ফোরিত হয়েছিল, সেখানেই সৌধটি নির্মাণ করা হয়েছে। মিঃ কেরি আরও বলেছেন, সন্ত্রাসীরা ভীতি তৈরি এবং মানুষকে বিভাজিত করার যে পথ বেছে নিয়েছে তাতে তারা পরাজিত হবে, এবং তাদের কোন ভবিষ্যত নেই।

মিঃ কেরি বলেন, এটা সত্যি তারা ধ্বংসস্তুপ তৈরি করবে। এবং নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেবে। কিন্তু জীবনকে পরিপূর্ণ করে তোলার জন্যে যা কিছু প্রয়োজন তা দেবার শক্তি তাদের নেই।

সোমবার, মিঃ কেরি প্রেসিডেণ্ট উহুরু কেনিয়াটার সঙ্গে দেখা করেন। প্রতিবেশী সোমালিয়ায় জঙ্গীদল আল-শাবাবের হুমকি কিভাবে প্রতিহত করা যায়, সে বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

XS
SM
MD
LG