অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিমান আক্রমণে প্যারিস হামলার অন্যতম এক নেতা নিহত


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে গত মাসে প্যারিসে সন্ত্রাসী আক্রমণের সঙ্গে প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত কথিত চক্রের নেতাকে সিরিয়ায় বিমান আক্রমণে হত্যা করা হয়েছে।

জোটের একজন মুখপাত্র কর্ণেল স্টিভ ওয়ারেন , মঙ্গলবার এক সংবাদ ব্রিফিং এ বলেন যে শারাফে আল মোয়াদানকে গত সপ্তায় হত্যা করা হয়।

তিনি বলেন যে মোয়াদান সঙ্গে ঐ চক্রের নেতা আব্দেলহামিদ অবাউদের যোগাযোগ ছিল। আবউদই প্যারিস আক্রমণের সমন্বয় করে যাতে অন্তত ১৩০ জন প্রাণ হারায়। প্যারিস আক্রমণের দিন কয়েক পর পুলিশের এক অভিযানে আবাউদকে হত্যা করা হয়।

ওয়ারেন বলেন যে মোয়াদান পশ্চিমের বিরুদ্ধে আরও আক্রমণ চালানোর জন্য সক্রিয় পরিকল্পনা করছিল। তিনি আরও বলেন যে মোয়াদান আই এস এর সেই দশজন নের্তস্থানীয় ব্যক্তির একজন যাদেরকে গত মাসে জোট আক্রমণে হত্যা করা হয়। তাদের মধ্যে রয়েছে আই এস এর আরও একজন নের্তৃস্থানীয় ব্যক্তি যার সঙ্গে প্যারিস সন্ত্রাসী চক্রের যোগাসাজশ ছিল এবং ব্রিটেনে শিক্ষাপ্রাপ্ত একজন বাংলাদেশী লোক যে কি না ইসলামিক স্টেটের পক্ষে হ্যাকারের কাজ করতো বলে অভিযোগ।

XS
SM
MD
LG