অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সংগে বৈঠক করতে ইচ্ছুক


আজ শুক্রবার, কয়েক ঘণ্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সংগে বৈঠক যে তিনি বাতিল ঘোষণা করেন তার প্রেক্ষিতে উত্তর কোরিয়ার জবাব বেশ আন্তরিক এবং ফলপ্রসূ।
তিনি বলেন উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে বিবৃতি এসেছে সেটি খুবই ভাল উষ্ণ এবং ফলপ্রসূবার্তা। ট্রাম্প শুক্রবার সকালে এক টুইট বার্তায় বলেছেন, আমরা খুব শীঘ্রই দেখতে পাব- আমাদের কোথায় এটা নিয়ে যাচ্ছে--- আশা করছি দীর্ঘ মেয়াদী, দীর্ঘস্থায়ী সমৃদ্ধি এবংশান্তি প্রতিষ্ঠা হবে। আর তা কেবল মাত্র সময়ই বলে দেবে। শুক্রবার উত্তর কোরিয়া জানিয়েছে, তারা এখনও যুক্তরাষ্ট্রের সংগে যেকোনো সময় যেকোনো ভাবে আলোচনায় বসতে ইচ্ছুক।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সংগে জুন মাসের ১২ তারিখে সিংগাপুরের যে শীর্ষ বৈঠক হবার কথা ছিল তা তিনি নাকচ করে দেন। গত এক সপ্তাহ ধরে শীর্ষ বৈঠকের প্রত্যাশিত বিষয়াদি নিয়ে দুই নেতার মধ্যে তিক্ত বাক্য বিনিময় হচ্ছিল।

XS
SM
MD
LG