অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নৌ মহড়া চালিয়েছে


যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার নৌ মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়ার পারমানবিক হুমকি যত বাড়ছে, ঐ এলাকায় আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে।

আমেরিকার সামরিক নৌযান USS Spruance এ বিমান বিধ্বংসী এবং সাবমেরিন বিধ্বংসী অস্ত্রে সজ্জিত। USS Spruance দক্ষিণ কোরিয়ার destroyers, submarines, anti-submarine helicopters এবং বিমানের সঙ্গে নৌ মহড়ায় যোগ দেয় পূর্ব সাগরে। পূর্ব সাগর জাপান সাগর নামেও পরিচিত।

কোরিয়ায় যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর কম্যান্ডার Admiral Brad Cooper বলেছেন, উত্তর কোরিয়ার কোন উষ্কানি ছাড়া আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আত্মরক্ষার, যে দৃঢ় মনোবল ও প্রতিশ্রুতি রয়েছে আমেরিকান সামরিক মিত্রদের, তা তুলে ধরাই ছিল যৌথ নৌ মহড়ার উদ্দেশ্য।

XS
SM
MD
LG