যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবচাইতে বড় ধরণের নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। সর্ব সাম্প্রতিক এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে পিয়ংইয়াংএর ওপরে চাপ সৃষ্টি করা যাতে তারা পরিমানু এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচী প্রত্যাহার করে।
প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের অদূরে কনজার্ভেটিভ পলিটিকাল একশন কনফারেন্সের বার্ষিক বৈঠকে ঐ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। ঐ শীর্ষ সম্মেলনে হাজার হাজার রক্ষণশীল রাজনীতিক, সক্রিয় কর্মী এবং কৌসুলিরাও যোগ দেন।