অ্যাকসেসিবিলিটি লিংক

বারাক ওবামা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন


যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়া শুক্রবার যে পারমানবিক পরীক্ষা চালিয়েছে তার নিন্দা জানিয়ে বলেছে আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এ এক মারাত্মক হুমকি।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরিয়ার উস্কানি এবং অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পদক্ষেপ তাদেরকে কেবল মাত্র বিচ্ছিন্ন করবে এবং তারা যে পারমানবিক অস্ত্র এবং বেলেষ্টিক ক্ষেপণাস্ত্রে সক্ষমতা অর্জনের জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছেতার ফলে সেদেশের জনগণ নিঃস্ব হতে থাকবে।

ওবামা বলেছেন, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে এবং জাপানের প্রধান মন্ত্রী শিনজো আবের সংগে টেলিফোনে কথা বলেছেন।

XS
SM
MD
LG