অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প বাতিল করলেন কিমের সঙ্গে শীর্ষ বৈঠক


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনের সঙ্গে সিংগাপুরে ১২ই জুনের নির্ধারিত শীর্ষ বৈঠকটি বাতিল ঘোষণা করেছেন।কিমকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন যে আমি আপনার সঙ্গে সিংগাপুরে দেখা করার প্রতীক্ষায় ছিলাম। দূর্ভাগ্যজনক ভাবে, আপনার সাম্প্রতিক বিবৃতিতে যে প্রচন্ড উষ্মা এবং খোলাখুলি বৈরিতার প্রকাশ পেয়েছে,তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি দীর্ঘ দিনের পরিকল্পিত এই বৈঠকের এখন যথার্থ সময় নয়।সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তরফ থেকে উত্তর কোরিয়াকে কোন রকম ছাড়া দেবার আগে লিবিয়ার মতো দেশটিকে সম্পুর্ণ পরমাণু অস্ত্র মুক্ত হতে হবে এমন কথা বলার পর,উত্তর কোরিয়া সম্প্রতি ঐ শীর্ষ বৈঠক থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছিল। পিয়ংইয়ং এই প্রক্রিয়াটি ক্রমে ক্রমে সম্পন্ন করার আহ্বান জানিয়েছিল।ট্রাম্প তাঁর ঐ চিঠিতে বলেন,আপনি আপনাদের পারমানবিক ক্ষমতার কথা বলেন।আমাদের পারমানবিক ক্ষমতা এতটাই ব্যাপক ও শক্তিশালী যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সেগুলো যেন কখনই ব্যবহার করতে না হয়।তিনি অবশ্য বলেন যে উত্তর কোরিয়া যদি এই গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক সম্পর্কে তার মনোভাব পরিবর্তন করে,তা হলে অনুগ্রহ করে আমাকে ফোন করতে কিংবা লিখতে দ্বিধা বোধ করবেন না। ট্রাম্প আরও বলেন বিশ্ব্ এবং বিশেষত উত্তর কোরিয়া স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি ও সম্পদ অর্জনের বিরাট সুযোগ হারালো। এই হারানো সুযোগ ইতিহাসের সত্যিকারের দুঃখের বিষয়

XS
SM
MD
LG