অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন টোকিওতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খারের সঙ্গে দেখা করেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন বলেন, আফগানিস্তান অভিমুখী নেটো সরবরাহ পথটি পুনরায় খুলে দেওয়ার পাকিস্তানী সিদ্ধান্তের ফলে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো উন্নত হবে। মিয ক্লিন্টন টোকিওতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খারের সঙ্গে দেখা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দু’টি দেশ অতীতের কঠিন সময় গুলি পেরিয়ে ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে এবং সন্ত্রাসী চক্রগুলোর বিরুদ্ধে লড়াই এ আগ্রহী।

পাকিস্তান গত নভেম্বরে নেটো বাহিনীর হাতে ২৪ জন পাকিস্তানী নিহত হবার ঘটনার পর নেটো সরবরাহ পথ বন্ধ করে দেয়। মিয ক্লিন্টন গত সপ্তাহে সে ব্যপারে দুঃখ প্রকাশ করার পর তারা সরবরাহ পথ পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়।

XS
SM
MD
LG