অ্যাকসেসিবিলিটি লিংক

প্রচন্ড ঘূ্রণীঝড়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার অভিযান পূর্ণ উদ্দমে শুরু হয়েছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার পুনরায় তার পুনর নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন তিনটি রাজ্যে। এর আগে অতলান্তিক ঘূর্ণীঝড় স্যান্ডির আঘাতের পর কেন্দ্রীয় সরকার যে সব ব্যবস্থা গ্রহণ করে, প্রেসিডেন্ট তাতে নেতৃত্ব দেন এবং নির্বাচনী প্রচার অভিযান স্থগিত রাখেন।

মি ওবামা আজ কয়েকটি রাজ্যে যাবেন যেখানে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। উইসকনসিন, নেভাডা এবং কলোরাডো এই তিনটি রাজ্য হয়ত নির্ধারন করবে যে তিনি না তার প্রতিদ্বন্দ্বী মিট রমনি ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন কিনা। ঘুর্ণিঝড়ের কারণে প্রেসিডেন্ট সোমবার তার প্রচার অভিযান স্থগিত করে দেন।

মি রম্নি ভার্জিনিয়া রাজ্যে কয়েকটি স্থানে প্রচার অভিযান চালাচ্ছেন। ৬ই নভেম্বার নির্বাচনের জন্য
ভার্জিনিয়া খুবই গুরুত্বপূর্ণ।স্যান্ডি ঘূর্ণীড়ের যারা শিকার হন, তাদের জন্য তিনি কয়েকদিন অর্থ সংগ্রহ করেন।
XS
SM
MD
LG