অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের লিবেরটেরিয়ান দলের প্রতিনিধিরা রবিবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনিত প্রার্থীকে বেছে নেবেন


Delegates stop by one of the many information booths at the National Libertarian Party Convention in Orlando, Fla., May 27, 2016.
Delegates stop by one of the many information booths at the National Libertarian Party Convention in Orlando, Fla., May 27, 2016.

যুক্তরাষ্ট্রের লিবেরটেরিয়ান দলের শত শত প্রতিনিধি রবিবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনিত প্রার্থীকে বেছে নেবেন। তাদের মনোনিত প্রার্থী আমেরিকার দুটি প্রধান রাজনৈতিক দলের মনোনিত প্রার্থীদের সঙ্গে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফ্লরিডা রাজ্যের অরল্যান্ডোতে আজ চার দিনের সম্মেলন শেষে ভোট হবে।

রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রাটিক দলে যিনি সবচাইতে এগিয়ে আছেন হিলারি ক্লিন্টান, তাদের দুজনের জনপ্রিয়তা খুব কম তাই লিবারটেরিয়ানদের মধ্যে এখন দারুন উত্তেজনা দেখা যাচ্ছে।

নিউ মেক্সিকোর সাবেক গভর্নর গ্যারি জনসন, লিবারটেরিয়ান দলে এগিয়ে আছেন। মনোনয়নের প্রার্থীদের তালিকায় আছেন ১৮ জন প্রার্থী।

XS
SM
MD
LG