যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প আফ্রিকান আমেরিকান ভোটারদের সমর্থন পাওয়ার জন্য বার বার আবেদন জানাচ্ছেন। তবে তিনি যে সব সমাবেশে আবেদন জানাচ্ছেন সেখানে প্রায় সকল ভোটারই স্বেতাঙ্গ।
ট্রাম্প কৃষ্ণাঙ্গদের ভোট পাওয়ার জন্য সব শেষ আবেদন জানান শনিবার আইওয়া রাজ্যের এক সমাবেশে। তিনি উপস্থিত লোকজন যারা প্রধানত স্বেতাঙ্গ তাদের সামনে ভাষণ দেওয়ার সময় কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহর কেন্দ্রের খারাপ পরিস্থিতির জন্য ডেমোক্রাটিক নীতিমালাকে দায়ী করেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টানকে গোঁড়া বলে আখ্যায়িত করেন।