যুক্তরাষ্ট্রে দু’ হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন পর্বের যে প্রাথমিক ভোট প্রাইমারী অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার উত্তর পুর্বাঞ্চলের নিউ ইয়র্ক রাজ্যে তাতে কোটিপতি ব্যবসায়ি ডনাল্ড ট্রাম্প রেপাবলিকান দলের তরফে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন ডেমোক্র্যাট দলের পক্ষে বিপুল সমর্থনে জয়ি হয়েছেন।
ট্রাম্প পেয়েছেন মোট ভোটের প্রায় ষাইট শতাংশ- ক্লিনটন পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। ক্লিনটনের বিপরিতে ডেমোক্র্যাট দলের অপর প্রার্থী ভারমন্ট সেনেটর বার্নী স্যান্ডার্স পেয়েছেন ৪২ শতাংশ ভোট।
প্রার্থীরা সবাই নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে দলীয় কনভেনশনে মনোনয়ন নির্ধারণ পর্বের জন্যে প্রাইমারী ভোটের মাধ্যমে যতোগুলো সম্ভব ডেলিগেইট সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোরেশোরে।
নিউ ইয়র্কের প্রায় সবগুলো ডেলিগেইট অর্জনের মধ্যে দিয়ে ট্রাম্পের এখন ডেলিগেইট সংখ্যা দাঁড়ালো ৮ শ’ ৪৫ । দরকার তাঁর ম্যাজিক সংখ্যার ১২ শ’ ৩৭ ডেলিগেইট জুলাই কনভেনশনের জন্যে।
ক্লিনটন জিতলেন মোট ১ হাজার ৮ শ’ ৮৭ ডেলিগেইট – দরকার তাঁর ২ হাজার ৩ শ’ ৮৩ ডেলিগেইট ঐ দলিয় কনভেনশনের আগে।