অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্র নীতি নিয়ে মিট রমনীর বক্তব্য , ভার্জিনিয়ার সামরিক এ্যাকাডেমীতে



যুক্তরাষ্ট্রে দু’ হাজার বারোর প্রেসিডেন্ট নির্বাচনে রেপাবলিকান দলের প্রার্থী মিট রমনী সোমবার লেগযিংটন শহরে ভার্জিনিয়া মিলিটারী এ্যাকাডেমিতে বক্তব্যের অবতারনা করেন পররাষ্ট্র নীতি নিয়ে । এর আগে প্রধানত: তিনি নির্বাচনী প্রচারনায় অর্থনীতি নিয়ে কথা বলেছেন – প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ পরিচর্য্যার সমালোচনা করেছেন , ক্ষমতা গেলে তিনি ঐ বিল খারিজ করবেন বলেছেন – কিন্তু পররাষ্ট্র নীতি নিয়ে উল্লেখযোগ্য ভাষন আজকের এটাই প্রথম । এ ভাষনে তিনি বলেন আমাদের মূল্যবোধের সঙ্গে সাযূজ্য রয়েছে আমাদের যেসব মিত্র দেশের অনুসৃত মূল্যবোধের , তাদের সঙ্গে মিলে কাজ করবো আমরা । মিট রমনীর পররাষ্ট্র নীতির উল্লেখে কারো কারো মনে প্রশ্ন জাগে উত্তর আফ্রিকা , মধ্য প্রাচ্য এবং দক্ষিন এশিয়ায় এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে , তার সূচনা পর্ব হিসেবে যদি বুশ শাসনামলকে ধরা হয় , তাহলে কি বুঝতে হবে যে মিট রমনীও সেই ধারাটাই বহাল রাখতে চাইবেন ? এ জিজ্ঞাসার সূত্র ধরে আমরা কথা বলি যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের স্প্রিংফিল্ড ক্যাম্পাসে কর্মরত অধ্যাপক ডক্টর বাকের আহমেদ সিদ্দিকীর সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে মিট রমনীর ঐ ভাষনের কিছুক্ষন আগেই অধ্যাপক সিদ্দিকীর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।us pol romney foreign policy
please wait

No media source currently available

0:00 0:04:16 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG