অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও বিশ্বকে নিয়ে প্রার্থীদের ভাবনা


যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেণ্ট নির্বাচনে রেপাবলিকান দলিয় প্রার্থী মিট রমনী তাঁর পরররাষ্ট্র নীতির কিছু কিছু লক্ষাদর্শের বিষয় অবতারনা করেছেন আজ নিউ ইয়র্কে বিশ্ব নেতৃবর্গের উদ্দেশে দেওয়া বক্তৃতায় । মিট রমনী বলেন – বিকাশমুখি দেশগুলোর সঙ্গে তিনি , তাঁর কথায় , সমৃদ্ধি চুক্তির সূচনা করতে চান । পরিকল্পনাধীনে বিকাশমুখি দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও বানিজ্যের পথের প্রতিবন্ধকগুলোচিহ্নিত করবে যুক্তরাষ্ট্র সরকার এবং অসরকারী খাতও । এসব প্রতিবন্ধক দূর করবে যেসব দেশ এবং তাদের বাজারযুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্যে উন্মুক্ত করবে , যুক্তরাষ্ট্র তাদের সাহায্য-সহায়তা প্রদান করবে । সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্যোগে- আয়োজনে বাস্তবায়িত ক্লিনটন গ্লোবাল ফোরামে মিট রমনী এ বক্তব্যের উপস্থাপনা করেন । ঐ একই ফোরামে ভাষন দেবেন প্রেসিডেন্ব বারাক ওবামাও পরে , আজকেই ।
XS
SM
MD
LG