টেক্সাস রাজ্যের এক শেতাঙ্গ পুলিশ অফিসারকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয় যখন এক ভিডিওতে দেখা যায় যে তিনি কয়েকজন কৃষ্ণাঙ্গ কিশোরকে লক্ষ্য করে বন্দুক হাতে নেয়। ওই পুলিশ অফিসার এক কিশোরিকে মাটিতে ফেলে দেয়। আফ্রিকান আমেরিকানদের প্রতি সম্ভাব্য বর্ণবাদী আচরনের এটা সামপ্রতিকতম ঘটনা।
শনিবার ৬ই জুন McKinney শহরে ওই ঘটনা ঘটে। Dallas শহরের ৫০ কিলোমিটার উত্তরে McKinney অবস্থিত। একটা community swimming poolএ অনুষ্ঠিত পার্টিতে খুব বেশি আওযাজ হচ্ছিল সেই অভিযোগ তদন্ত করার জন্য পুলিশ সেখানে যায়। Officer Eric Casebolt কিশোর কিশোরীদের গালাগাল করতে দেখা যায় এবং ১৫ বছরের একটি মেয়েকে মাটিতে ফেলে দিয়ে তাকে হাত কড়া পরায়।
শত শত কৃষ্ণাঙ্গ বাসিন্দা সোমবার McKinney শহরে প্রতিবাদ মিছিল করে। তারা Officer Eric Caseboltকে বরখাস্ত করার দাবী জানায়।