অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে পুলিশের হাতে প্রতিদিন দুজন প্রাণ হারাচ্ছে


FILE - Baltimore Police Department Commissioner Anthony Batts speaks about the investigation into Freddie Gray's death at a news conference in Baltimore, April 24, 2015.
FILE - Baltimore Police Department Commissioner Anthony Batts speaks about the investigation into Freddie Gray's death at a news conference in Baltimore, April 24, 2015.

যুক্তরাষ্ট্রের একটি নাম করা সংবাদপত্রে বলা হয়েছে আমেরিকার সর্বত্র পুলিশের হাতে কত মানুষ নিহত হয় তারা তার হিসেব রাখছে। ওদিকে সারা দেশে মারাত্মক বল প্রয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে।

The Washington Post পত্রিকায় বলা হয়েছে দেশব্যাপী ২০১৫ সালের প্রথম ৫ মাসে ৩৮৫ জন পুলিশের হাতে নিহত হয় অর্থাৎ প্রতিদিন ২ জনের বেশি মানুষ মারা যাচ্ছে পুলিশের হাতে। সংবাদপত্রে বলা হয় ওই হারে বছরের শেষ নাগাদ পুলিশ গুলি করে প্রায় ১০০০ মানুষকে হত্যা করবে।

The Washington Post বলেছে এই হার একেবারে নজির বিহীন।

XS
SM
MD
LG