যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প সোমবার অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি হচ্ছে।
ডনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তা জানান, "অবশ্যই বড় আকারে ভোটার জালিয়াতি চলছে এবং নির্বাচনের দিনের আগে ঘটছে।" তিনি আরো মন্তব্য করেন, "কি ঘটছে, তা কেন রিপাবলিকান নেতারা অস্বীকার করছেন? এটা কি সরলতা!"
নির্বাচনের তিন সপ্তাহ আগে ডনাল্ড ট্রাম্প, কোন প্রমাণ ছাড়াই ভোটা জালিয়াতির কথা বললেন।