অ্যাকসেসিবিলিটি লিংক

প্রা্‌ইমারি ভোটে ট্রাম্প ৫টি রাজ্যে ,ক্লিন্টন ৪টিতে এবং স্যান্ডার্স ১টিতে জয়লাভ করেছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় বাছাই পর্বের প্রাইমারি নির্বাচনে মঙ্গলবার ৫ টি অঙ্গরাজ্যের সব ক’টিতে জয়লাভ করেছেন রিপাবলিকান দল থেকে ডনাল্ড ট্রাম্প এবং এর ফলে টেলিভিশন নেটওয়ার্কের প্রাক্কলন অনুযায়ী তিনি রিপাবলিকান দলের মনোনয়ন পাবার জন্য আরো কিছুটা এগিয়ে গেলেন।

এই প্রাক্কলন অনুযায়ী ট্রাম্প কানেটিকাট , ডেলাওয়েরা , ম্যারিল্যান্ড , পেনসিলভেনিয়া এবং রোড আইল্যান্ডে জয়লাভ করেছেন।

মঙ্গলবারের ভোটে তিনি ৮৪৫ জন প্রতিনিধি পেয়েছেন ; তাঁর নিকটতম প্রার্থী টেক্সাসের সেনেটর টেড ক্রুজ পেয়েছেন ৫৫৯ এবং ওহাইয়োর গভর্ণর জন কেসিক ১৪৮ জন প্রতিনিধির সমর্থন পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ক্রজ ও কেসিক অবশিষ্ট অঙ্গরাজ্যগুলোতে কৌশলগত ভাবে এগিয়ে যেতে চাইছেন যাতে ট্রাম্পের মনোনয়ন প্রাপ্তি না ঘটে ।

এদিকে ডেমক্র্যাটদের মধ্যে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ডেলাওয়ার , ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া ও কানেটিকাট অঙ্গ রাজ্যে স্পষ্টত জয়লাভ করেছেন কিন্তু ভার্মন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স রোড আইল্যান্ডে জয়লাভ করেছেন।

মঙ্গলবারের নির্বাচনের পর ক্লিন্টন মোট ১৯৪৪ জন প্রতিনিধির সমর্থন আশা করছেন তবে ডেমক্র্যাটিক দলের মনোনয়নের জন্য প্রয়োজন দু হাজার তিন শ তিরাশি জন প্রতিনিধির সমর্থন। ফিলাডেলফিয়ায় তিনি তাঁর সমর্থকদের উদ্দেশ্য বলেন যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমক্র্যাইটক দলকে একতাবদ্ধ করবেন।

XS
SM
MD
LG