অ্যাকসেসিবিলিটি লিংক

পায়রারা সত্যি করেই এখন অশ্রু বিসর্জন করছে


“পায়রারা সত্যি করেই এখন অশ্রু বিসর্জন করছে” আমেরিকার কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রিন্সের গাওয়া একটি গান হোয়ান ডাভস ক্রাই-এর উদ্ধৃতি দিয়ে তার মৃত্যুকে এভাবেই বর্ণনা করলেন আমেরিকার সংবাদ মাধ্যমের সম্রাজ্ঞী অপরা ইউনফ্রি। যুক্তরাষ্ট্রের পপ আইকন প্রিন্স বৃহস্পতিবার ভোরের দিকে মিনেসোটার মিনিয়াপোলিসে তার বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

মৃত্যুর কারণ ময়না তদন্তের পর বিস্তারিত কিছু জানা যাবে।


বহুমুখী প্রতিভার অধিকারী ও প্রভাবশালী গায়ক প্রিন্স রজার্স নেলসন খ্যাতি লাভ করেন যেসব গানের মধ্যে দিয়ে তার মধ্যে রয়েছে ১৯৮৪ সালে বের হওয়া এ্যালবাম ও চলচ্চিত্রে ব্যবহৃত গান, ১৯৯৯, লিটল রেড কর্ভেট এবং পার্পল রেইন।


বিশ্বব্যাপী তার প্রায় ১০ কোটি এ্যালবাম বিক্রি হয়। তিনি গ্র্যামি পুরস্কার পান এবং পার্পল রেইন গানের জন্য অস্কার পান। ২০০৪ সালে প্রিন্সকে রক এন্ড রোল ‘হল অব ফেমে’ অধিষ্ঠিত করা হয়।

XS
SM
MD
LG