শনিবার রাতে এবং রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় কৃষ্ণাঙ্গ পুরুষদের বিরুদ্ধে পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে।
গত সপ্তাহে পুলিশ লুইসিয়ানা রাজ্যে এবং মিনেসোটা রাজ্যে যে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করে তার জবাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয।
শনিবার লুইসিয়ানার ব্যাটান রুজে, ডিরে ম্যাককিসান কে গ্রেপ্তার করা হয় যখন স্টারলিংকে পুলিশ যে গুলি করে তার প্রতিবাদে বিক্ষোভের সরাসরি সম্প্রচার হচ্ছিলো ইন্টানেটে। ম্যাককিসান ব্ল্যাক লাইভস ম্যাটার সংগঠনের সদস্য এবং ক্যামপেইন জিরো সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সক্রিয় কর্মী।