অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র - রাশিয়া আলোচনা


Russian President Vladimir Putin, left, speaks with U.S. President Barack Obama in Hangzhou in eastern China's Zhejiang province, China, Sept. 5, 2016.
Russian President Vladimir Putin, left, speaks with U.S. President Barack Obama in Hangzhou in eastern China's Zhejiang province, China, Sept. 5, 2016.

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিনের সঙ্গে সিরিয়া বিষয়ে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশে আরও মানবিক সাহায্য যাতে পাঠানো যায় সেই লক্ষ্যে, দু পক্ষ এখনও অস্ত্র বিরতির বিষয়ে একমত হতে পারেনি।

পুটিনের সঙ্গে সাক্ষাতের পর চীনের হাংজাউ (Hangzhou)এ গ্রুপ অফ টোযেন্টি দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে ওবামা সোমবর ওই মন্তব্য করেন।

প্রকৃত ভাবে বৈরিতা অবসান কি রুপ নেবে সে বিষযে দুই নেতা আলোচনা করেন। ওবামা বলেন দু পক্ষের মধ্যে অস্থার অভাব থাকায় আলোচনা কঠোর হবে। উভয় নেতাই তাদের শীর্ষ কূটনীতিকদের আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

XS
SM
MD
LG