রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে বুধবার একটি নেটো জঙ্গী জেট বিমান, রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোয়গু যে বিমানে ছিলেন তার পাশ দিয়ে উড়ে যায়। বিমানটি বলটিক সাগরের উপর দিয়ে যাচ্ছিলো। রাশিয়ার আর একটি জেট বিমান নেটোর বিমানটিকে পাহাড়া দিয়ে নিয়ে যায়
নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বিমাটি যাচ্ছিল যখন নেটো জেটটি সেটির দিকে অগ্রসর হয়। রুশ জেট বিমানটি শোয়গুর বিমান ও নেটোর জেট বিমানটির মাঝখান দিয়ে উড়তে থাকে এবং ইঙ্গি দেয় যে তারা অস্ত্রে সজ্জিত। নেটো জঙ্গী জেটটি এরপর ওই এলাকা ছেড়ে চলে যায়।
নেটো কর্মকর্তারা বলেছেন এটা করা হয়ে থাকে যখন নেটোর আকাশ সীমায় অপরিচিত কোন বিমান ঢোকে।
নেটোর উর্ধতন এক সামরিক প্রতিনিধি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন গত সপ্তাহে বলটিক সাগরের উপর দিয়ে বহু রুশ সামরিক বিমান উড়ে যায়।