অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সঙ্গে জড়িত চারজন কর্মীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে জড়িত চারজন কর্মীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।ঐ ব্যক্তিরা হলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ইউক্রেনের সংসদ সদস্য আন্দ্রি দেরকাচ এবং সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সির ট্রোল ফার্মের সঙ্গে জড়িত রাশিয়ার তিনজন কর্মী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার কিছু শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যে রাশিয়া নয়, চীন ৩ নভেম্বরের ভোটের সবচেয়ে বড় হুমকির প্রতিনিধিত্ব করছে। কিন্তু বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রনালয় ডেরকাচকে এক দশকেরও বেশি সময় ধরে একজন সক্রিয় রাশিয়ার গোয়েন্দা" বলে অভিহিত করেছে। গত মাসে দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন যে ডেরকাচ সক্রিয়ভাবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণাকে খর্ব করার জন্য কাজ করছেন।

XS
SM
MD
LG