অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস এর হাত থেকে মোসেল পুনর্দখলের জন্য যুক্তরাষ্ট্র ইরাকে অতিরিক্ত প্রায় ৬০০ সৈন্য পাঠাবে


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরাক এ ব্যাপারে সহমত হয়েছে ইরাককে আই এস সন্ত্রাসী গোষ্ঠির কাছ থেকে গুরুত্বপূর্ণ মোসেল শহরটি পূনর্দখলের সাহায্য করতে যুক্তরাষ্ট্র সেখানে প্রায় আর ও ৬০০ জন সৈন্য পাঠাবে ।

নিউ মেক্সিকোতে সফরের সময়ে বুধবার কার্টার সংবাদদাতাদের বলেন এই সৈন্যবৃদ্ধি হচ্ছে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহরে আই এস নিয়ন্ত্রণের অবসান ঘটানো এবং তাদের বিচ্ছিন্ন করার লক্ষে অভিযান জোরালো করার জোটের লক্ষেরই অংশ ।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে ৬১৫ সৈন্য আগামি কয়েক সপ্তার মধ্যে ইরাকে পৌঁছুলে ইরাকে আই এস এর বিরুদ্ধে লড়াই করতে মোট আমেরিকান সৈন্যের সংখ্যা দাঁড়াবে ৫,২৬২ তে। কার্টার বলেন যুক্তরাষ্ট্রের এই বাড়তি সামরিক লোকজন ইরাকি নিরাপত্তা বাহিনী এবং কুর্দি পেশমার্গাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দেবে।

XS
SM
MD
LG