অ্যাকসেসিবিলিটি লিংক

কার্টুন প্রতিযোগীতায় হামলাকারীদের ব্যাপারে তদন্ত চলছে


যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ টেক্সাসে পুলিশের গুলিতে নিহত দুজনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাচ্ছে। নবী হযরত মুহাম্মদ(সাঃ)-এর কার্টুন প্রতিযোগীতার বাইরে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মীকে ঐ দুজন গুলি করে বলে সন্দেহ করা হচ্ছে।

টেক্সাসের গারল্যান্ড শহরের পুলিশ বিভাগের মুখপাত্র জো হার্ন বলছেন, এই হামলার কারণ এখনও জানা যায়নি। এটা ঠিক তারা সেখানে গুলি চালানোর জন্যে গিয়েছিল। পুলিশ হামলাকারীদের গাড়িতে কয়েক রাউন্ড গুলি পেয়েছে, অবশ্য কোন বোমা পাইনি।

কর্মকর্তারা ঐ দুজনের নাম প্রকাশ করেননি। তারা অ্যা্রিজোনার অধিবাসী এবং সংবাদ মাধ্যমের সূত্র থেকে বলা হয়েছে, তাদের একজন এল্টন সিম্পসন।

অ্যামেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশেটিভ নামক একটি সংস্থা ঐ প্রতিযোগীতার আয়োজন করে, যার প্রথম পুরস্কার ১০হাজার ডলার।

সংস্থাটির নির্বাহী পরিচালক, পামেলা গেলার সি-এন-এনকে বলেছেন, এই আয়োজ়ন বাক-স্বাধীনতার চর্চা। সংস্থাটির ওয়েবসাইটে এই ধরনের ৩শ৫০টি কার্টুন রয়েছে। তাদের লক্ষ্য সবাইকে বোঝানো আমেরিকানরা সহিংস ইসলামের ভয়-ভীতিতে কাবু হয় না।

XS
SM
MD
LG