যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ন্ত্রণে একটা সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে এখনও যথেষ্ট ব্যবধান রয়েছে।
তিনি বলছিলেন, এটা স্পষ্ট যে এখনও যথেষ্ট ব্যবধান রয়ে গেছে। সুতরাং, আমদের দেখতে হবে, আমরা কোন অগ্রগতি ঘটাতে পারি কিনা।
মিঃ কেরি অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছেছেন। সেখানে, যুক্তরাষ্ট্র এবং আরো ৫টি দেশ একটি দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছনোর জন্যে ইরানের সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনা শুরু করছে। ইরানের সঙ্গে যে অন্তর্বর্তীকালীন পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তি রয়েছে, তার জায়গা নেবে এই নতুন সমঝোতাটি। এই নতুন চুক্তির মেয়াদ এই রোববার শেষ হয়ে গেছে।
মিঃ কেরি বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুপক্ষের আন্তরিকতা ও পারস্পরিক বিশ্বাসের ওপর জোর দিয়েছেন।