জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আশা ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের একই সংখ্যক সেনা জার্মানিতে রাখা হবে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের এমন ধারণাতে তিন আশ্বস্ত বোধ করছেনI বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের ৩৬,০০০ সেনা মোতায়েনরত রয়েছেI তবে জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে সেখান থেকে ১২,০০০ সেনা প্রত্যাহার করে নেয়া হবে, কারণ জার্মানি তাদের ব্যায়ভারের অংশ মেটায় নিI
তাঁর এই সিদ্ধান্ত, সামরিক কর্মকর্তাদের মর্মাহত করে, কারণ ইউরোপে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এসব সেনা মোতায়েনকে তারা অপরিহার্য বলে ভাবেনI পররাষ্ট্রমন্ত্রী মাস বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা এখানে স্বাগত, তারা শুধু জার্মানির জন্য নয়, সমগ্র ইউরোপের নিরাপত্তা তারা নিশ্চিত করছেনI