অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের বিশেষ দূত সিরিয়ায় অস্ত্র বিরতির আহ্বান জানান


জাতিসংঘের বিশেষ দূত ষ্টেফান দি মিস্তুরা শুক্রবার অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় গুটা এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা এবং দামেস্কে এলোপাথাড়ি ভাবে কামানের গোলা নিক্ষেপ বন্ধ করার উদ্দেশ্যে অতিসত্বর সিরিয়ায় অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন।

জেনিভায় জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতি পাঠ করেন যেখান দি মিস্তুরা বলেন, আস্টানা প্রক্রিয়ার ৩টি প্রধান দেশ—রাশিয়া, ইরান এবং তুরস্কের উচিত জরুরী ভিত্তিতে বৈঠক করে সিরিয়ায় যে হামলা চলছে তা কমিয়ে আনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া ব্যাপী ৩০ দিন সহিংসতা বন্ধ করার একটি প্রস্তাবে যে ভোটাভুটি হতে যাচ্ছে তার কয়েক ঘণ্টা আগে দি মিস্তুরা এই মন্তব্য করেন।


ওদিকে রাশিয়ার সহায়তায় সিরিয়া সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত গুটার পূর্বাঞ্চলে -- ৬দিনক্রমাগত যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করে। আজ শুক্রবার অন্তত পাঁচ জন নিহত হয়েছে।

আজ শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় অর্থাৎ এই মুহূর্তেজাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে।

XS
SM
MD
LG