অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পো সিটিতে ত্রাণবাহি যানবহরের ওপর আঘাতের দায় অস্বীকার করছে সিরিয় শান্তি সংশ্লিষ্ট দেশগুলো


সিরিয়ায় শান্তি আনয়নের চেষ্টায় সংশ্লিষ্ট দেশ ক’টি সোমবারের যে বোমা হামলা আলেপ্পো সিটিতে যৌথ ত্রাণবাহি যানবহরের ওপর আঘাত হেনেছে তার সঙ্গে কোনো যোগসূত্রিতার কথা অস্বীকার করছে। ঐ বিস্ফোরণে সিরিয়ার কমসে কম এক ত্রাণ কর্মিসহ জনা বিশ অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে।

ঐ বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার দায় অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়- রূশ ও সিরিয় বিমান বাহিনীর সংশ্লিষ্টতার কথা মঙ্গলবার অস্বীকার করেছে তারা।বলেছে- আলেপ্পোর উপকন্ঠে জাতিসংঘের ত্রাণ সামগ্রী বহনকারি ঐ যানবহরের ওপর রাশিয়া এবং সিরিয়া বিমান হামলা চালায়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন সোমবারেই বলে দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলোনা এবং যুক্তরাষ্ট্রের পদস্থ এক কর্তাব্যক্তি কেবল দু’টি বিকল্পেরই উল্লেখ করেছেন – সিরিয়া এবং রাশিয়া।

XS
SM
MD
LG