যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সন, ইসলামিক স্টেটকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটে অন্তর্ভুক্ত ৬৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করছেন। ২০১৪ সালের পর এটিই হচ্ছে এ ধরণের প্রথম বৈঠক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বুধবারের এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে ইরাক ও সিরিয়ার যে অবশিষ্ট অংশে আইসিস রয়েছে, তাদের পরাস্ত করা এবং আইসিসের শাখা প্রশাখা, সংশ্লিষ্ট সংগঠন ও চক্রগুলোর ওপর সর্বাধিক চাপ প্রয়োগ করা।
পররাষ্ট্র দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Cindy Saine এর পাঠানো প্রতিবেদনটি উপস্থাপন করছেন আনিস আহমেদ।