অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে দু’ হাজার আটের ফেব্রূয়ারির পর বেকার হার এখন সাত দশমিক আট শতাংশে নেমেছে


দু’ হাজার আটের ফেব্রুয়ারির পর এখন যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্যে দরখাস্তকারির সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার কমে , বেকার হার নেমে গিয়েছে ৭ দশমিক ৮ শতাংশে । এতে অর্থনীতির ফায়দা কতোখানি হবে বা আসছে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা-বাইডেন টিকিটকে তা কতোখানি মদত দেবে , এসব নিয়ে আলোচনা করেছেন বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:04:03 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG