অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রণতরী দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপের কাছ দিয়ে চলাচল করে


FILE - U.S. Navy destroyer USS Stethem transits waters east of the Korean Peninsula during a photo exercise including the U.S. Navy and South Korean Navy during the Operation Foal Eagle.
FILE - U.S. Navy destroyer USS Stethem transits waters east of the Korean Peninsula during a photo exercise including the U.S. Navy and South Korean Navy during the Operation Foal Eagle.

দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপের ১২ নটিক্যাল মাইল দূর দিয়ে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরী যায়। এশিয়ার তিনটি সরকার ওই দ্বীপের মালিকানা দাবী করে। চীন, তাইওয়ান এবং ভিয়েতনাম ট্রাইটন দ্বীপের মালিকানা দাবী করে।

রোববার চীন ওই এলাকায় সামরিক জাহাজ প্রেরণ করে। চীন অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের জাহাজ স্টেথেম চীনের জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রের এক সরকারী কর্মকর্তা বলেছেন স্টেথেম ডেস্ট্রয়ারটি, যুক্তরাষ্ট্রের ‘নৌচলাচলের স্বাধীনতা’ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় চলাচল করেছে।

XS
SM
MD
LG