অ্যাকসেসিবিলিটি লিংক

উগান্ডার বিমান বন্দরে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা


উগান্ডায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সে দেশের এন্টেবে আন্তর্জাতিক বিমান বন্দরে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে।

দূতাবাস তাদের ওয়েবসাইটে বলছে যে গোয়েন্দাসুত্র অনুযায়ী এ রকম একটা সুনির্দিষ্ট হুমকি রয়েছে যে একটি অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী গোষ্ঠি আজ বৃহস্পতিবার তেসরা জুলাই স্থানীয় সময়ে রাত ৯ টা থেকে ১১ টার মধ্যে এই হামলা চালাবে।

এতে বলা হয়েছে যে তারা উগান্ডা পুলিশ বাহিনীর কাছ থেকে এই হুমকির তথ্য পেয়েছে। দূতাবাস সতর্ক করে দিয়েছে যে ঐ বিমান বন্দর হয়ে যারা ভ্রমণ করার পরিকল্পনা করছেন তারা এই তথ্যের আলোকে তাদের পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে পারেন।

এর আগে ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে বিমানে লুকিয়ে নিয়ে আসার জন্য আল ক্বায়দা নতুন রকমের বোমা তৈরি করছে এ রকম সংবাদে উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র বিদেশের কিছু বিমান বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সেকিউর‌্যাটি প্রধান জেহ জন্সন বলছেন যে যুক্তরাষ্ট্র এমন কিছু বিদেশি বিমান বন্দরে তাদের সুরক্ষা ব্যবস্থা জোরালো করছে যেখান থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট আছে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু জানাননি।

XS
SM
MD
LG