অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার পূর্বাঞ্চলে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাত ও শীতকালীন ঝড়ের পূর্বাভাস


আমেরিকার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় শীতকালীন প্রচন্ড ঝড় আঘাত হানার সম্ভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঐ সব অঞ্চলে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হবে।

ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে পূর্বাঞ্চলে মারাত্মক ধরণের শৈত্য প্রবাহ শুরু হয়েছে এবং তাপমাত্রা হীমাংকের নীচে রেকর্ড মাত্রায় নেমে যাচ্ছে।

সোমবার, নিউ ইয়র্ক রাজ্যের ওয়াটারটাউনে সব চাইতে বেশি ঠান্ডা অনুভূত হয়। সেখানে তাপমাত্রা ছিল হিমাংকের নীচে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। আর নিউ হ্যামসার রাজ্যের মাউন্ট ওয়াশিংটনের তাপপাত্রা ছিল হিমাংকের নীচে ৩৭ ডিগ্রী।

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ৩০ সেন্টিমিটার তূষারপাতের সম্ভাবনা আছে। ওদিকে বষ্টনে এবছর ইতিমধ্যেই ২ দশমিক ৪ মিটার তূষার পাত হয়েছে এবং বৃহষ্পতিবারের মধ্যে আরো ২০ সেন্টিমিটার তূষারপাতের সম্ভাবনা রয়েছে।

XS
SM
MD
LG