অ্যাকসেসিবিলিটি লিংক

গত দু’ সপ্তাহে,ইয়েমেনে আল কায়েদা জোটবদ্ধ পক্ষ নিশানা করে চালিত বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত


ইয়েমেনের রাজধানীতে বিরোধীদের বিক্ষোভে ১৮জন নিহত
ইয়েমেনের রাজধানীতে বিরোধীদের বিক্ষোভে ১৮জন নিহত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে - গত দু’ সপ্তাহে, ইয়েমেনে আল কায়েদার সঙ্গে জোটবদ্ধ পক্ষকে নিশানা করে পরিচালিত একটানা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত হয়েছে- জখম হয়েছে একজন। গতকাল মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সুত্রের এক বয়ানে বলা হয়- আগস্টের ২৪ তারিখ ও চৌঠা সেপ্টেম্বর মধ্যবর্তী সময়ে ইয়েমেনের মধ্যাঞ্চলবর্তী শাবওয়াহ প্রদেশে তিনটি বিমান হামলা হয়।

বয়ানে বলা হয় আরব উপদ্বীপে আল কায়েদার উপস্থিতি ঐ অঞ্চলের জন্যে- যুক্তরাষ্ট্রের জন্যে বড়ো মাপের হূমকি হয়ে রয়েছে।

আরব উপদ্বীপে আল কায়েদা লক্ষ করে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান চলে আসছে সে আজ সাত বছর হয়ে গেলো । এই সময়ে শতাধিক বার অভিযান চালানো হয়েছে – তাতে দলটির বেশ কিছু নেতৃস্থানীয় দলপতি নিহত হয়েছে এবং অসামরিক লোকজনের মৃত্যু নিয়ে বিরুপ কিছু বিতর্ক মন্তব্যেরও উদ্ভব ঘটেছে। দু’ হাজার নয় সালের পর থেকে নিয়ে ইয়েমেন-পাকিস্তান ও আফগানিস্তানের মতো যায়গায় ড্রোন হামলায় কমসে কম ৬৪ ব্যক্তির প্রাণ হানি ঘটেছে বলে হোয়াইট হাউস সূত্রে স্বীকার করা হয়েছে।

XS
SM
MD
LG