যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে - গত দু’ সপ্তাহে, ইয়েমেনে আল কায়েদার সঙ্গে জোটবদ্ধ পক্ষকে নিশানা করে পরিচালিত একটানা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত হয়েছে- জখম হয়েছে একজন। গতকাল মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সুত্রের এক বয়ানে বলা হয়- আগস্টের ২৪ তারিখ ও চৌঠা সেপ্টেম্বর মধ্যবর্তী সময়ে ইয়েমেনের মধ্যাঞ্চলবর্তী শাবওয়াহ প্রদেশে তিনটি বিমান হামলা হয়।
বয়ানে বলা হয় আরব উপদ্বীপে আল কায়েদার উপস্থিতি ঐ অঞ্চলের জন্যে- যুক্তরাষ্ট্রের জন্যে বড়ো মাপের হূমকি হয়ে রয়েছে।
আরব উপদ্বীপে আল কায়েদা লক্ষ করে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান চলে আসছে সে আজ সাত বছর হয়ে গেলো । এই সময়ে শতাধিক বার অভিযান চালানো হয়েছে – তাতে দলটির বেশ কিছু নেতৃস্থানীয় দলপতি নিহত হয়েছে এবং অসামরিক লোকজনের মৃত্যু নিয়ে বিরুপ কিছু বিতর্ক মন্তব্যেরও উদ্ভব ঘটেছে। দু’ হাজার নয় সালের পর থেকে নিয়ে ইয়েমেন-পাকিস্তান ও আফগানিস্তানের মতো যায়গায় ড্রোন হামলায় কমসে কম ৬৪ ব্যক্তির প্রাণ হানি ঘটেছে বলে হোয়াইট হাউস সূত্রে স্বীকার করা হয়েছে।