অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন-পুতিন শীর্ষ বৈঠকের আগে দুদেশের কূটনীতিকদের আলোচনা 


ভিয়েনায় ইরান চুক্তি আলোচনায় অংশরত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেনের আসন্ন শীর্ষ বৈঠকের আগে সোমবার ভিয়েনায় আলোচনায় বসেনI ভিয়েনার আলোচনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না থাকলেও, অংশগ্রহণকারী কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেI ২০১৪ সালের পরমাণু চুক্তির পুনরুদ্ধার, দুটি বিরোধী শক্তির সহযোগিতার এক বিরল বিষয়বস্তুI

রুশ প্রতিনিধি দলের শীর্ষ কূটনীতিক, মিহাইল উলিয়ানোভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে অর্থবহ বলে উল্লেখ করেনI তিনি বলেন, ভিয়েনায় আমাদের আলোচনা প্রমান করে যে, আমরা কতিপয় স্বার্থ, যেমন পরমাণু অস্ত্র প্রসার রোধের মতো বিষয়ে, ব্যবসা সুলভ সহযোগীতা বজায় রাখতে পারিI

XS
SM
MD
LG