আজ সোমবার ১৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ওহায়ো রাজ্যের ক্লিভল্যান্ডে শুরু হয়েছে রিপাবলিকান পার্টীর চারদিনব্যাপী কনভেনশন এবং এই কনভেনশনেই আনুষ্ঠানিকভাবে ডনাল্ড ট্রাম্পকে দলীয় মনোনয়ন দেবার কথা নভেম্বরের দু’ হাজার চার সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্যে। কনভেনশনস্থলে উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের সেলীম হোসেন।
ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলছেন সরকার কবীরুদ্দীন।