অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে আফিম জাতীয় ওষুধের অপব্যবহারকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প


হোয়াইট হাউস প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আফিম জাতীয় ওষুধের অপব্যবহারকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা বলে ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০১৫ সালে আফিম জাতীয় ওষুধের অপব্যবহারে খরচ হয়েছে ৫০ হাজার কোটি ডলারের বেশী।

হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কাউন্সিল বা সিইএ’র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫ সালে আফিম জাতীয় ওষুধের অপব্যবহারের সংকটে যে ৫০ হাজার ৪০০ কোটি ডলার খরচ হয়েছে, তা যুক্তরাষ্ট্রের দেশজ উৎপাদনের ২.8 শতাংশ।

সিইএ বলছে "গত দশ বছরে আফিম জাতীয় ওষুধের অতিরিক্ত ব্যবহারে মৃত্যুর হার দ্বিগুণ হওয়ায় সঙ্কট ক্রমেই বাড়ছে।"

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলির মতে, গত বছর ৬৪ হাজারের বেশী আমেরিকান আফিম জাতীয় ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণে মারা গিয়েছেন।

XS
SM
MD
LG