মিয়ানমার জাতিসংঘের বিশেষ তদন্ত প্যানেলের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে, যেখানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গত বছরের অভিযানে সামরিক বাহিনীকে গণহত্যা এবং মানবাধিকার লংঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে।
গত বছর আগস্ট মাসে রাখাইন রাজ্যের উত্তরাংশে রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধানকারী মিশন তীব্র সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে। তদন্তকারীরা মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অন ল্যাং এবং আরো পাঁচ জন জেনারেলকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন।
তবে মিয়ানমারের সরকারী মুখপাত্র জাও তায় রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমকে আজ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের এমন প্রস্তাবের সঙ্গেই আমরা সহমত নই এবং তা আমরা গ্রহণ করি না। মিয়ানমার এই পরিষদের তদন্তকারীদের সে দেশে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়।
জাও তায় বলেন, সরকার তার নিজের তদন্ত কমিশন গঠন করেছে যাতে করে- জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের, তাঁর কথায় মিথ্যে দোষারোপের জবাব দেওয়া যায়।