অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট চান না শাটডাউন আবার হোক: হোয়াইট হাউস


হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা শাটডাউন আবার একটা হোক প্রেসিডেন্ট ট্রাম্প সে অবস্থা দেখতে চান না। তবে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বরাবর প্রতিবন্ধক প্রাচীর খাড়া তিনি করতে চান অবশ্যই। ডেমোক্র্যাটিক দলের অধিকাংশ বিধায়কেরই যেটা প্রত্যাশিত নয়।

হোয়াইট হাউসের প্রেস সচিব সেয়ারা স্যান্ডার্স সোমবার বলেছেন, শাটডাউট আবার একটা হোক, প্রেসিডেন্ট সেটা দেখতে চান না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম- সবচেয়ে প্রলম্বিত আংশিক অচলাবস্থা শাটডাউন খতম হয় এই গেলো সপ্তাহের শেষ প্রান্তে পৌঁছিয়ে। ইতোমধ্যে ট্রাম্প তিন সপ্তাহ বলবত রইবে এমনি একটি ব্যয়বরাদ্দ বিলে সই করেছেন- যাতে এই সময়ের ভেতরে কংগ্রেসে নিস্পত্তি আলোচনার মধ্যে দিয়ে সীমান্ত নিরাপত্তা আরো বেশি সূরক্ষিত করার উপযোগী একটি রফা সম্পন্ন করা যেতে পারে।

XS
SM
MD
LG