যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীনতা দিবসের একদিন আগে রোববার পৃথক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানিয়েছেন বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সংবাদ মাধ্যমকে জানান হয়েছে।
শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে আমরাও শামিল হবো। দুই দেশের অংশীদারিত্বকে আরো জোরদার করার ইচ্ছা ব্যক্ত করে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।