অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র তালিবানদের সঙ্গে শান্তি চুক্তির প্রতিশ্রুতি রাখে নি ---জামীর কাবুলভ 


আফগানিস্তানের জন্য প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত, জামীর কাবুলভ বলেছেন, তালিবানরা যুদ্ধ বন্ধে, ২০২০ সালের যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি চুক্তি নিখুঁতভাবে পালন করে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র, বারংবার হামলা চালিয়ে সেই প্রতিশ্রুতি রাখছে না এবং চুক্তি লঙ্ঘন করে চলেছেI তিনি যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি পালন করার আবেদন জানানI ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে আফগান পরিস্থিতি ও জোট সেনাদের প্রত্যাহারের আলোচনার প্রাক্কালে, রাষ্ট্রদূত কাবুলভ, এমন মন্তব্য করেনI

তবে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের নুতন সমীক্ষায় জানানো হয়, তালিবান জঙ্গি দল, এখনো আল কাইদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং শান্তি চুক্তি ভঙ্গ করে সরকারি বাহিনী ও নিরীহ জনগণের বিরুদ্ধে মারণাত্মক হামলা অব্যাহত রেখেছেI

তালিবানদের তরফে এই হামলা বৃদ্ধির কারণে, বাইডেন প্রশাসনকে যুক্তরাষ্ট্রের বাদ-বাকি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে হয়তবা বিলম্বিত করতে হতে পারেI

XS
SM
MD
LG