অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের বিচারপতি পদে প্রেসিডেন্ট মনোনীত প্রার্থীর বিষয়ে সেনেটে শুনানী অনুষ্ঠিত


যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতির পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী Neil Gorsuch কে নিয়োগ দানের বিষয়ে সেনেটে প্রথম শুনানী অনুষ্ঠিত হয়েছে।

Senate Judiciary Committee এর চেয়ারম্যান Chuck Grassley শুনানীর প্রারম্ভিক বক্তব্যে Neil Gorsuch কে মেধাবী ও দক্ষ বিচারক হিসাবে অভিহিত করেছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে Antonin Scalia মারা যাওয়ার পর থেকে ৯ জন বিচারপতির একটি পদ শূন্য রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ পদে বিচারক Merrick Garland কে মনোনীত করেছিলেন। রিপাবলিকানদের নেতৃত্বে সেনেটে কখনই তাঁর শুনানী হয়নি।

মঙ্গলবার ও বুধবার Gorsuch প্রশ্নের উত্তর দেবেন। শুনানী শেষ হবে বৃহস্পতিবার।

Gorsuch অনুমোদন পেলে সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে।

XS
SM
MD
LG