অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নেতা গুয়ামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা স্থগিত করে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছেন: প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের অঞ্চল গুয়ামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা স্থগিত করে খুবই বুদ্ধিদীপ্ত ও ভাল যুক্তিযুক্ত সিদ্ধান্ত" নিয়েছেন।

টুইটারে করা এক মন্তব্যে ট্রাম্প বলেন, "বিকল্পটি হতে পারতো বিপর্যয়কর এবং অগ্রহণযোগ্য!"

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়ার সাথে ওয়াশিংটন আলোচনায় প্রস্তুত রয়েছে, যেহেতু কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি প্রত্যাহার করেছে।

রেক্স টিলারসন বলেছেন, কোরিয়ায় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরনে সমঝোতা শুরুর আগে পিয়ংইয়াংকে অবশ্যই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে হবে। আর তখনই কূটনীতির একটি সুযোগ পেতে পারে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ মঙ্গলবার বলেছে যে, গুয়ামের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিম জং উন "ইয়াঙ্কিদের বোকামি ও নির্বুদ্ধি আচরণ" দেখতে চান।

XS
SM
MD
LG